উজিরপুর
উজিরপুরে পিকআপ ও নসিমনের মুখোমুখী সংঘর্ষ, আহত ৮
বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুরে পিক-আপ ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর পশ্চিম মুন্ডপাশা মুন্সিবাড়ির সামনে এ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়। এতে ৮ জন গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় পিকআপ ও নসিমন ধুমরে মুচড়ে যায়।
আহতরা হলেন- হুমায়ুন, সাব্বির হোসেন, আবু বক্কর, রুহুল আমিন, নাহিদ, যুবায়ের, আবু মুসা, মেহেদী হাসান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। পরে তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।