বরিশাল
বরিশাল-৪ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন নৌ উপদেষ্টার ভাই
নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা হেমায়েত হোসেন সোহরাব। তিনি বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ভাই।
শনিবার (৫ জুলাই) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ডা. খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই ইচ্ছার কথা জানান।
যদিও হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিএনপির রাজনীতিতে কখনো দেখা যায়নি হেমায়েত হোসেন সোহরাবকে। তবে তিনি ছাত্রজীবনে ছাত্রদলের এবং পরে পল্লবী থানা বিএনপিতে কাজ করেছেন বলে দাবি করেছেন।
মতবিনিময়কালে হেমায়েত হোসেন সোহরাব বলেন, তার সুপারিশে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অনেক উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে রয়েছে গুয়াবাড়ীয়া ইউনিয়নের ঘোষেরচর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ‘শহীদ রিয়াজ লঞ্চ টার্মিনাল’, মৌলভীরহাট সংলগ্ন মেঘনা নদী খনন প্রকল্প ও টার্মিনাল, মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতানি খালে ভাঙ্গন রোধে নয় কোটি টাকার প্রকল্প।
তিনি জানান, ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮২-৮৫ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক ছিলেন। ১৯৮৬ থেকে ১০৯০ সাল পর্যন্ত কৃষক দলের কেন্দ্রীয কমিটিতে সহসাহিত্য সম্পাদক ছিলেন। সর্বশেষ ২০২০ থেকে ২০২৪ সাল পল্লবী থানা বিএনপির সহসভাপতি দায়িত্ব পালন করেন। দলের মনোনয়নে নির্বাচিত হতে পারলে হিজলা ও মেহেন্দিগঞ্জকে একটি ‘রোল মডেল’ উপজেলায় রূপান্তরিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা ব্যক্ত করেন হেমায়েত হোসেন সোহরাব।
তিনি আরও বলেন, দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের পদধারী নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। অচিরেই উপজেলা বিএনপির সদস্য হবেন। সক্রিয়ভাবে দুই উপজেলায় রাজনীতি করবেন।