পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বণালংকার লুটে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। শুক্রবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের সৌদিপ্রবাসী আল আমীন আকনের (৪২) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে হরিণপালা গ্রামের সৌদি প্রবাসী আল আমীন আকনের ঘরে ৫-৬ জনের সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ডাকাত ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে গৃহকর্তার স্ত্রী ও সন্তানকে দেশী অস্ত্রের মুখে জিম্মি স্মার্ট ফোন, দুটি স্বর্ণের চেইনসহ ৫ ভরি স্বর্ণালংকার, বিদেশি কম্বল এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুণ্ঠন করে ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।