পিরোজপুর
মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. জাকির হোসেন ওরফে নিজাম মেম্বর নামে এক ইউপি সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ গোপনে সংবাদ পেয়ে উপজেলার টিয়ারখালী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র সহ একটি এয়ারগান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় হলতা গুলিসাখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ডের সক্রিয় একজন আওয়ামী লীগ কর্মী । গত দুই মাস পূর্বে সে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থেকে জামিনে মুক্ত হন।
পুলিশ জানায়, সম্প্রতি ওই ইউপি সদস্য একটি বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। গোপনে সংবাদ পেয়ে পুলিশের উপ পরিদর্শক দিপঙ্কর কুমার এর নেতৃতে একদল পুলিশ তার বাড়িতে তল্লাশী অভিযান চালায়। এসময় তার ঘরে মজুদকৃত অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পরে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত ইউপি সদস্য ইতিপূর্বে একটি বিস্ফোরক মামলা গ্রেতার হয়ে জামিনে বের হন।
পুলিশ গোপনে গোপনে সংবাদ পেয়ে তার বাড়ি থেকে তিনটি ধারালো অস্ত্র ও একটি এয়ারগান উদ্ধার করে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।