বরিশাল
বরিশালে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করলো জনতা, ছেড়ে দিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী জীবন চক্রবর্তীকে ( ৫০) গাঁজা ও ইয়াবাসহ আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। এদিকে পুলিশ উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং ছেড়ে দেন থানার এসআই আসাদ। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
জানা গেছে- বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মূলপাইন বাজারে চিহ্নিত মাদক ব্যবসায়ী জীবন চক্রবর্তীকে বিপুল পরিমান গাঁজা ও ৮ পিস ইয়াবাসহ আটক করে স্থানীয় জনতা। পরে থানায় খবর দিলে এসআই আসাদ ঘটনাস্থলে গিয়ে জীবন চক্রবর্তীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান- তারা জানতে পারেন চিহ্নিত মাদক ব্যবসায়ী জীবন চক্রবর্তী বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা সরবরাহ করছেন। পরে তিনি বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মূলপাইন বাজারে আসলে স্থানীয়রা তাকে আটকায়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা দেখতে পায়। পরে থানায় খবর দিলে এসআই আসাদ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখান থেকে ছেড়ে দেন।
তারা আরও বলেন- গাঁজা ও ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দেওয়ার পরেও তাকে কিভাবে পুলিশ ছেড়ে দেয়? আমাদের ধারণা- এসআই আসাদ মোটা অংকের টাকা বিনিময় তাকে ছেড়ে দিয়েছে। এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে মাদক ব্যবসায়ী জীবন চক্রবর্তী ও এসআই আসাদের শাস্তির দাবি জানান তারা।
মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার বিষয়ে এসআই আসাদের কাছে জানতে চাইলে তিনি জানান, আটককৃতকে গণধোলাই দেওয়া হয়েছে এবং মাদক পাওয়া গেছে রাস্তার উপর। তাই উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালামের মোবাইলে ফোনে কল দিলে এসআই জতিন্ময় রিসিভ করে জানান- ওসি স্যার ছুটিতে আছেন।
মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তারাও জানেন।
সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মোঃ ইকরামুল আহাদ বলেন- বিষয়টি আমি জেনেছি। আটককৃতকে গণধোলাই দেওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পাশাপাশি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।