বরিশাল
চরকাউয়ায় রাতের আঁধারে বিএনপি পরিচয়ে সড়কের জায়গা দখলের চেষ্টা, স্থানীয়দের বাধায় পণ্ড
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে রাতের আঁধারে সরকারি সড়কের জায়গা দখল করে স্টল নির্মাণের পায়তারা চালায় বিএনপি পরিচয়ধারী একদল ব্যক্তি।
গত ১২ জুন রাতে চরকাউয়া বাস মালিক সমিতির পাশে সড়কের ওপর এ নির্মাণকাজ শুরু হলে স্থানীয় বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বিষয়টি টের পেয়ে বন্দর থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
পরদিন স্থানীয় শ্রমিকদের সহায়তায় নির্মাণাধীন দেয়াল ভেঙে সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। তবে সরেজমিনে দেখা গেছে, এখনও রাস্তার উপর ইট ও বালুর স্তুপ পড়ে রয়েছে, যার ফলে পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, “মামুন, সজিব, সজলসহ কয়েকজন বিএনপি পরিচয় দিয়ে আমাদের মালিক সমিতির পাশেই সড়কের জায়গা দখল করে স্টল নির্মাণে নামে। আমি পুলিশকে জানালে তারা এসে কাজ বন্ধ করে দেয়। এরা আগে এলাকায় ছিল না, এখন এসে দলের নাম ব্যবহার করে দখলবাজিতে নেমেছে।”
স্থানীয় বাস শ্রমিকরা জানান, স্টল নির্মাণের কারণে গাড়ি ঘুরাতে সমস্যা হচ্ছিল, তাই তারা নিজেরাই ভেঙে ফেলে রাস্তা পরিষ্কার করেছেন।
জানা গেছে, কেন্দ্রীয় যুবদল নেতা পরিচয়ধারী মামুন, স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মী ও তোফায়েল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সজীব এবং তার ভাই বিএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব সজল তিনজনই দলীয় পরিচয় ব্যবহার করে ‘পার্টি অফিস’ নির্মাণের কথা বলে কাজ শুরু করেছিলেন।
মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা জানতাম এটা মসজিদের জায়গা। স্কুলের সামনেও তো সরকারি জায়গায় স্টল আছে। সরকারি লোক বাধা দিলে দেখা যাবে।” একইসাথে তিনি সংবাদকর্মীর প্রশ্নে বিরূপ প্রতিক্রিয়া জানান।
অন্যদিকে, অভিযুক্ত সজীব বলেন, “মামুন ভাই স্টল করছিলেন, আমরা ছিলাম। তবে এটা তো পুলিশ এসে মিমাংসা করে দিয়েছে।” এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং প্রশাসনের কাছে তারা দখলবাজদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।