বরিশাল
ঈদে গরীব অসহায় দুস্থদের মাঝে ১০ কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ
বরিশালের কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনের বিরুদ্ধে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহারের ১০ কেজি চাল বিতরণের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
জানাজায় আন্ধারমানিক ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষ্যে ১৭৪০ জন মানুষের জন্য ১০ কেজি করে বিতরণের বরাদ্দ হয়।এ চাল বিতরণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ৫ জন ইউপি সদস্যদের উপস্থিতিতে চাল বিতরণ চলছে।তখন এসব ইউপি সদস্যরা জানান ৯ জন পুরুষ মেম্বারের প্রত্যেক কে ১০ কেজির ৭০ টি করে স্লিপ ও মহিলা মেম্বার ৩ জনকে ১০ কেজির ৮০ টি করে স্লিপ দেওয়া হয়েছে।বাকি ৮৭০ টি স্লিপের চাল ইউপি চেয়ারম্যান আত্মসাৎ করেন।
চাল বিতরণ কালে আন্ধারমানিক ইউনিয়নের বি এন পি জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলনের কয়েকশত নেতাকর্মীরা পরিষদের সচিবেব কক্ষ অবরুদ্ধ করে রাখেন।
তারা সংবাদকর্মীদের জানান এই ইউপি চেয়ারম্যান ঢাকায় বিহঙ্গ পরিবহনের মালিক।পঙ্কজ নাথের যোগসাজশে নিজের গাড়ি আগুনে পুড়ে বি এন পি জামায়াতকে মামলা দিয়েছে।
তিনি এই ইউনিয়নের বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বদনাম করার জন্য চালের স্লিপ আত্মসাৎ করে জনগণকে বলছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দিয়েছে।তাই প্রতিবাদ হিসেবে আমরা পরিষদে এসেছি। চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন পালিয়ে থাকায় থাকায় বক্তব্য পাওয়া যায়নি।