বরিশাল
বরিশালে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে বিআরটিএ
পবিত্র ঈদুল আজাহায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে আসা বাস যাত্রী সহ বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া ও ফিটনেস বিহীন পরিবহন চলাচলে নিষেজ্ঞাধা কার্যকর করতে জোড়ালো ভাবে মাঠে নেমেছে বরিশাল বিআরটিএ।
আজ বুধবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালায় বরিশাল বিআরটিএর পরিচালক মোঃ জিয়াউর রহমান। এসময়ে তার সাথে ছিলেন, বিআরটিএর সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ, লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের রহমান ও বিএমপি পুলিশ এর টিআই পল্লব কুমার সাহা সাহা।
এসময়ে টামির্নাল এলাকায় করা বিআরটিএর নিয়ন্ত্রন কক্ষ,বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন ও অভ্যন্তরীন ও দূর পাল্লার বাস গুলোতে সচেতনতার ষ্টিকার লাগান বিআরটিএর কর্মকর্তারা। এবার ঈদে ঘরে ফেরা মানুষ ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রা নিরাপদ করতে এই অভিযান অব্যাহত থাকার কথা বলেন বিআরটিএ।