বরিশাল
বরিশালে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে বিলুপ্ত প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। গত (১ ডিসেম্বর) শনিবার দুপুরে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের ২ নং ওয়ার্ড দাড়িয়াল গ্রামের গনী মেম্বারের বাড়িতে ঘরের চালার উপর থেকে শকুনটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় মুদি দোকানদার মো: সোলাইমান বলেন, গত ১ ডিসেম্বর শনিবার দুপুরে আমাদের বাড়ির ছেলেমেয়েরা ঘরের চালার উপর প্রথমে শকুনটিকে দেখতে পায়। পরবর্তীতে আমিসহ কয়েকজন লোক ঘরের চালার উপর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি।
তখন শকুনটি ঠিকমত উড়তে পারছিল না। শকুনটির উচ্চতা দুই ফুটের বেশি, দৈর্ঘ্য (পাখা মেলে) প্রায় ১০ ফুট, ওজন প্রায় ১০ কেজির মতো। তবে শকুনটি এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছে। শকুনটিকে প্রতিদিন একটি মুরগি খেতে দেই।
শকুনটি যাতে কষ্ট না হয় সেজন্য তাকে একটি আলাদা ঘরে রাখা হচ্ছে। শকুনটির খাবারের জন্য বন বিভাগ থেকে আমাকে ২০০০ টাকা দেয়া হয়েছে। শকুনটি সুস্থ হলে বন কর্মকর্তাদের মাধ্যমে অবমুক্ত করা হবে।
সরজমিনে গিয়ে দেখা যায়, শকুনটি মুদি দোকানদার সোলাইমানের বাড়ির পুকুরপাড়ে ঘাটলার উপর বসে রয়েছে। তার পা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অসুস্থ অবস্থায় কোথাও চলে গেলে শকুনটির আরও বিপদ বাড়তে পারে।
তাই মুদি দোকানদার সোলাইমান প্রতিদিন শকুনটিকে খাবার দেয়ার পাশাপাশি নিজ হাতেই যত্ন নিচ্ছেন। শকুনটির থাকার জন্য বাড়ির মধ্যে একটি কাঠের ঘরে খরকুটো দিয়ে থাকার স্থান করে দিয়েছেন।
প্রতিদিন শকুনটি দেখতে বিভিন্ন স্থান থেকে শত শত লোক আসছেন সোলাইমানের বাড়িতে। অনেকেই শকুনের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা মনিন্দ্র হালদার বলেন, শকুনটি বাড়ির চালা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাণীটি কিছুটা অসুস্থ। আমরা প্রতিদিন খবর নিচ্ছি। শকুনটির খাদ্যের যেন কোন সমস্যা না হয় সেজন্য আমরা কিছু টাকা দিয়েছি। শকুনটি সুস্থ হলে অবমুক্ত করা হবে।