পিরোজপুর
পিরোজপুরে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেপ্তার
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় মো. কবির মাতুব্বর (৪৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কবির মাতুব্বরকে রোববার (২৫ মে) রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। সে ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের সামসুল হক মাতুব্বরের ছেলে।
জানা গেছে, পিরোজপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকার মো. মতিউর রহমান তালুকদারের ছেলে মো. লিকসন তালুকদারের (৫০) আত্মীয় রফিকুল ইসলামের মাধ্যমে তার দোকানে বসে অভিযুক্ত কবির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বরের সঙ্গে পরিচয় হয়। জাকির মাতুব্বর ও কবির মাতুব্বর তাদের কাছে সৌদি আরবের ভিসা আছে বলে লিকসন তালুকদারকে বিদেশে নেওয়ার প্রস্তাব দেন। যাচাই-বাছাই না করেই ভুক্তভোগী লিকসন তালুকদার বিদেশে যাওয়ার জন্য তাদের প্রস্তাবে রাজি হন।
পরবর্তীতে ভিসা, বিমান ভাড়া ও মেডিকেলসহ অন্যন্য খরচ বাবদ লিকসন তালুকদারের আত্মীয় রফিকুল ইসলামকে সাক্ষী রেখে গত ২০২৩ সালের (২০ জুলাই) জাকির মাতুব্বর লিকসন তালুকদারের থেকে নগদ ৬ লাখ টাকা নিয়ে তার ভাই কবির মাতুব্বরের কাছে দেয়। কিন্তু টাকা নেওয়ার এক মাসের ভিতরে ভিসা দেওয়ার কথা বললেও তারা কোনো প্রকার ভিসা না দেওয়ায় একই বছরের (৬ অক্টোবর) অভিযুক্তদের নিকট টাকা ফেরত চাইলে তারা ভুক্তভোগী লিকসন তালুকদারকে টাকা না দিয়ে উল্টো মেরে ফেলার হুমকি দেন। পরে ভুক্তভোগী লিকসন তালুকদার বাদী হয়ে একই মাসের (১৬ অক্টোবর) পিরোজপুর আদালতে কবীর ও জাকির মাতুব্বরের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে।এ খবর পেয়ে অভিযুক্ত দুই ভাই বিদেশে পালিয়ে যায়। কিছুদিন আগে অভিযুক্ত কবির মাতুব্বর বিদেশ থেকে দেশে আসলে এ বছরের (২৩ মে) তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট বের হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, বিশেষ অভিযানে প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত কবীর মাতুব্বর নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।