ধর্ম
সৌদিতে চলছে জিলহজের চাঁদের অনুসন্ধান
ইসলামের জন্মভূমি সৌদি আরবে চলছে ১৪৪৬ হিজরি সনের শেষ মাস জিলহজের চাঁদের অনুসন্ধান। আজ মঙ্গলবার (২৭ মে) যদি দেশটিতে চাঁদ দেখা যায় তাহলে আগামী ৫ জুন হবে আরাফাতের দিন। আর ৬ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা।
জিলহজের নবম দিনে হাজিরা আরাফাতের ময়দানে জড়ো হন। যা আরাফাতের দিন হিসেবে পরিচিত। হাজীদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এদিন মুখরিত হয় এই আরাফাতের ময়দান।