চরফ্যাশন
চরফ্যাশনে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি প্রায় ৪০ লাখ
ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে আটটি দোকান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ী হাসানুল হক শুভ জানান, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান, কেউ কেউ আবার দোকানেই ঘুমান। রাত ২টার দিকে জাহাঙ্গীরের ফার্নিচারের দোকানে আগুন দেখতে পান এক ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে হাজিরহাট বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মাইকে ঘোষণা দিলে বাজারের ব্যবসায়ীরা ছুটে আসেন।
ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও সাতটি দোকানে। পরে আগুন থামাতে দুই পাশের দুটি দোকান ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসানুল হক শুভ জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—জাহাঙ্গীরের চা স্টোর, জাহাঙ্গীরের ফার্নিচার, রকমত আলী ঢালীর ফার্নিচার, জুয়েল ঢালীর ফার্নিচার, স্বপনের কসমেটিকস, ইব্রাহিমের ফার্নিচার, হোসেনের সাইকেল গ্যারেজ ও এক ব্যবসায়ীর ফাস্টফুডের দোকান।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ধার করে ৭ লাখ টাকা মূলধন এনে ব্যবসা শুরু করেছিলাম। দুই বছর ধরে এই ব্যবসার মাধ্যমে পরিবার চালাচ্ছি। আজ সব পুড়ে ছাই হয়ে গেল। সরকারের কাছে সহযোগিতা চাই।’
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’