ঝালকাঠি
ঝালকাঠিতে গাভি নিয়ে গেছে পাওনাদার, বাছুর কোলে আদালতে নারী
ঝালকাঠির রাজাপুরে স্বামীর ঋণের টাকা ফেরত পেতে এক নারীর দুধেল গাভি নিয়ে গেছেন শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান। এ ঘটনার বিচার চাইতে সেই নারী বাছুর কোলে করেই হাজির হয়েছেন আদালতে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজাপুর উপজেলার আদালত চত্বরে এমন মানবিক দৃশ্য দেখা যায়।
ভুক্তভোগী নারীর নাম নারগিস আক্তার। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের বাসিন্দা। নারগিস জানান, তার স্বামী কয়েক মাস ধরে এলাকাছাড়া। সংসারের কোনো খোঁজখবর রাখছেন না। নারগিস পোশাক কারখানায় চাকরি করে জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি দুধেল গাভি কেনেন। এক মাস আগে সেই গাভির বাছুর হয়েছে।
স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান দাবি করেন, নয় বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় নারগিসের স্বামী আবু বকরকে তিনি ২০ হাজার টাকা দেন। তার মতে, সুদে-আসলে সেই টাকা এখন ৩০ হাজার টাকায় পৌঁছেছে। এ টাকা ফেরত না পাওয়ায় বুধবার (১৪ মে) সকালে তিনি নারগিসের দুধেল গাভিটি ধরে নিয়ে যান।
গাভি হারানোর পর বাছুরটি দুধ খেতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। মায়ের দুধের জন্য ছটফট করতে থাকা বাছুরটিকে কোলে করে নারগিস বৃহস্পতিবার সকালে আদালতে যান। সেখানেই বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়ান তিনি। এ ঘটনা নজরে আসে স্থানীয়দের।
তবে, গাভি নিয়ে যাওয়া প্রসঙ্গে আদালতে কোনো মামলা হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত নারগিস আক্তার তার বাছুরটিকে দুধ খাওয়ানোর জন্য অভিযুক্ত বেলাল খানের বাড়িতে যান।