দুমকী
পটুয়াখালীতে র্যাবের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২
পটুয়াখালীর দুমকিতে র্যাবের পোশাক পরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বরিশাল সেনানিবাস সংলগ্ন পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাউফল উপজেলার গুলবাগ এলাকার আল আমিন (৫০) ও মাদারীপুরের কালকিনি উপজেলার ইলিয়াস শিকদার (৩৭)। তাঁদের কাছ থেকে দুটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, পাঁচটি মুঠোফোন, তিনটি র্যাবের অ্যাপ্রোন, এক সেট হাতকড়া, গাড়ির দুটি নম্বর প্লেটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সাজেদুল ইসলাম সজল জানান, গতকাল রাত পৌনে ১১টার দিকে বরিশালের দিক থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার সেতুর টোল প্লাজায় আসে। সন্দেহজনক হওয়ায় টহল পুলিশের দল গাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় ওই প্রাইভেট কারের দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে সরঞ্জামগুলো জব্দ করা হয়। তবে এ সময় কৌশলে প্রাইভেট কারটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। পরে আল আমিন ও ইলিয়াসকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। আজ বুধবার সকালে তাঁদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলার পর গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে জানিয়ে তিনি বলেন, আল আমিনের বিরুদ্ধে ২৬টি এবং ইলিয়াসের বিরুদ্ধে ৪টি মামলা আছে। তাঁদের আরও কোনো সহযোগী আছে কি না এবং তাঁদের মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।