বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনশনে থাকা ৫ শিক্ষার্থী অসুস্থ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. তানজীন হোসেন জানিয়েছেন।
এর আগে সোমবার রাত সাড়ে ১১টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অনশন শুরু করেন ১২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব আহমেদ বলেন, “রাত থেকে অনশনে থাকা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন।
এর মধ্যে অসুস্থ শিক্ষার্থী স্বাক্ষর, ইমন, ওয়াহিদুর রহমান ও এনামুলকে স্যালাইন দেওয়া হয়েছে। “তবুও দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনশনে থাকবে।” মেডিকেল অফিসার মো. তানজীন হোসেন বলেন, বর্তমানে তীব্র গরম থাকায় শরীরে পানিশুন্যতার কারণে চারজনকে আইভি স্যালাইন দেওয়া হয়েছে।
এছাড়াও এক শিক্ষার্থীর জ্বর হওয়ায় তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিনের অপসারণ দাবিতে সোমবার ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি শুরু করেন।
পরে রাত পৌনে ৯টায় প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করে অনশনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টায় ফেসবুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রুপ লিংকার্স ইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাইভে এসে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপাচার্য ড. শুচিতা শরমিন।
কিন্তু উপাচার্যের ফেইসবুক লাইভে আসার বিষয়টি প্রত্যাখ্যান করে আগের ঘোষণা অনুযায়ী সোমবার রাত সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অনশনে বসেন শিক্ষার্থীরা। এছাড়া সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে উপাচার্য পদত্যাগ কিংবা অপসারণ করা না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুমকিও দেওয়া হয়।