বরিশাল
বরিশালে ঋণের সুদ পরিশোধ না করায় গরম চা নিক্ষেপ, শিশুসহ আহত ৫
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে ঋণের সুদ পরিশোধ না করায় শিশুসহ ৫ জনকে গরম চা নিক্ষেপ করে ঝলসে দিয়েছে ফোরকান গাজী নামের এক সুদ কারবারি। গত বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টার দিকে নগরীর ৬ নম্বর পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন- ওই এলাকার মালেক বেপারির স্ত্রী নুর জাহান (৬০), মাসুদ খান (১২), হোসেন (১২), মোসা: স্মৃতি (৮) ও বুশরা (৩)। অভিযুক্ত ফোরকান গাজী ওই এলাকার আবু হানিফের ছেলে। তিনি সুদ কারবারের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, ওই এলাকার মালেক বেপারির ছেলে সুমন ৩ বছর আগে ফোরকান গাজীর কাছ থেকে ১ লাখ টাকা ঋণ নেয়। এরপর সে টাকা না দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার বাবা মালেক বেপারি ঋণের সুদ হিসেবে ফোরকান গাজীকে ৭০ হাজার টাকা পরিশোধ করলেও নানা সময় বাড়তি সুদ দাবি করে ওই বাড়ি এসে ঝামেলা সৃষ্টি করেন। এমনকি মালেক বেপারির বাড়িতে বেশ কয়েকবার তালাও ঝুলিয়ে দেয় ফোরকান। ঝামেলা এড়াতে মালেক বেপারি স্থানীয়দের শরণাপন্ন হয়। বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দু পক্ষকে ডেকে শালিসের মাধ্যমে ঋণের ১ লাখ টাকা নিতে বলেন। কিন্তু ফোরকান ৪ লাখ ৮০ হাজার টাকা দাবি করে বলেন- এক টাকাও কম নেবেন না। এ সময় শালিসদারদের উপেক্ষা করে ক্ষিপ্ত হয়ে ওঠেন ফোরকান। সকল দাবি করে পাশে থাকা গ্যাসে চুলা ও গরম চা উঠিয়ে নিক্ষেপ করেন। এতে শিশুসহ ৫ ঝলসে যায়। তখন সুমনের ছোট ভাই রুবেল প্রতিবাদ করলে তাকে মারধর করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন ফোরকান। এরপর তিনি নানা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাউয়িনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, ঋণের সুদ পরিশোধ না করায় ৫ জনকে গরম চা নিক্ষেপ করে ঝলসে দেয়ার অভিযোগ পেয়েছি। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।