কলাপাড়া
কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর লাশ খালে ফেলে গেছে।
জানা গেছে, সকালে স্থানীয় লোকজন খালে ময়লা ফেলতে গিয়ে অপরিচিত এক নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর গায়ে লাল ও খয়েরি রঙের মেক্সি পরিহিত ছিল। শরীরে পচন ধরায় তাঁর মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। এলাকাবাসী প্রাথমিকভাবে তাঁকে চিনতে পারছে না।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।