সারাদেশ
বজ্রপাতের আঘাতে দ্বিখণ্ডিত গাছ
নিজস্ব প্রতিবেদক : পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এ খবর ছড়িয়ে পড়ার পর গাছটিকে একনজর দেখার জন্য কলেজে উৎসুক জনতার ভিড় বাড়ছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল পৌনে ১০টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বড় বড় দুটি বজ্রপাত ঘটে। এর মধ্যে দ্বিতীয় বজ্রপাতটি মেহগনি গাছের উপর পড়লে গাছটি সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায়। এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞানের ছাত্র আলামিন বলেন, ডিপার্টমেন্টে ঢোকার পাঁচ সেকেন্ডের মধ্যে একটি আলোর ঝলকানি ঘটে। তারপর প্রচণ্ড শব্দ। কিছু বুঝে ওঠার আগেই দেখি গাছটা দুইভাগ হয়ে গেছে।
কলেজের এক পরিচ্ছন্নতা কর্মী বলেন, বৃষ্টির সময় চারদিকে অন্ধকার ছিল। এরমধ্যে একটা গর্জন শুনতে পাই। তারপর দেখি মেহগনি গাছের ডাল ভেঙে পড়ে গেছে। এরপর তাড়াতাড়ি আমরা অফিসের মধ্যে ঢুকে গেছি। এডওয়ার্ড কলেজ গেটের সামনে ফটোস্ট্যাট ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন জানান, বৃষ্টির মধ্যে আমি দোকানে এসে চেয়ারে বসে বৃষ্টি দেখতেছিলাম। এর মধ্যে বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণের মধ্যে বড় একটা গর্জন শুনে আমরা সবাই লাফিয়ে উঠি। এরপর বৃষ্টি শেষে আমরা গিয়ে দেখি মেহগনি গাছটা মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেছে বজ্রপাতের কারণে।
এ বিষয়ে জানতে চাইলে এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃষ্টির সময় আমরা ডিপার্টমেন্টের শিক্ষকমণ্ডলী সবাই অফিস কক্ষে বসেছিলাম। বারান্দাতে ছিল শিক্ষার্থীরা। হঠাৎ শুনলাম প্রচণ্ড একটা বিদ্যুৎ চমকানোর শব্দ। এরপর বাইরের দিকে তাকিয়ে দেখি একটা মেহগনি গাছের ডাল ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, একটা লম্বা মেহগনি গাছ তার মাঝখান দিয়ে বজ্রপাতটি গিয়েছে। এতে গাছটা দুই ভাগ হয়ে গেছে। তবে অন্য কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার জীবনে প্রথম আমি কাছ থেকে বজ্রপাত দেখলাম।