বরিশাল
বাকেরগঞ্জে জমি বিরোধে দু’দফা হামলায় আহত ২ , শেবাচিমে ভর্তি !
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি বিরোধে দু’দফা হামলায় দুইজনকে পিটিয়ে আহত করা হয়েছে । গত শনি ও সোমবার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ও পৌরসভায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আলতাফ হোসেন খানের ছেলে মোঃ রুহুল আমিন(৩৭) ও আলামিন (৪২) ।
এ ঘটনায় আহতদের বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় থানায়ও লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান আহতরা। অভিযুক্তরা হলেন, ঐ ইউনিয়নের আসলাম ও তার ছেলে মেহেদী হাসান , ভাই আশরাফসহ অজ্ঞাত আরও ১০/১২ জন। এর মধ্যে মেহেদী সেনাবাহীনির সদস্য বলে জানা গেছে।
আহত রুহুল আমিন অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে আমাদের সাথে দুর-সম্পর্কের আত্নীয় আসলাম ও আশরাফের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার আমি আমার পৌরসভায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত প্রায় ১২ টার দিকে বাড়ির দিকে যাই। এ-অবস্থায় রাতে আসলাম ও আশরাফ সহ আরও কয়েকজন মিলে জমিতে মাটি কাটছে দেখতে পাই। এর প্রতিবাদ করলে তারা আমাকে ধাওয়া করে। প্রথমে আমি আমার বাড়িতে আশ্রয় নিলেও তাদের ভয়ভীতিতে অন্যত্র চলে যাই।
তিনি আরও বলেন, এ ঘটনার একদিন বাদেই আমি পৌরসভার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকেরগঞ্জ স্ট্যান্ডের মসজিদের নামাজ পড়ে ফিরছিলাম। এ-অবস্থায় পুর্বপরিকল্পিতভাবে আমার ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায় আসলাম, আশরাফ ও তার ছেলে মেহেদী হাসান। এসময় তারা রড ও লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশে বেধরক পিটিয়ে জখম করে।
আমার সাথে থাকা বিকাশ ব্যবসার ৮০ হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা। রুহুল বলেন, আমার ভাই আলামিন খবর পেয়ে ছুটে আসলে তার ওপরও হামলা চালায় তারা। আসলামের ছেলে সেনাবাহীনিতে চাকুরি করে আমাদের ওপর ক্ষমতার দাপট দেখাচ্ছে। এছাড়া তারা থানায় নিয়ে আমাদের পেটানো ও পুলিশকে বলে দিবে বলে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে।
এদিকে হামলার ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন রুহুল ও তার পরিবার। এঘটনায় মামলা দায়ের করবেন বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।