পিরোজপুর
পিরোজপুরে ওসির নামে দোকানির কাছ থেকে ঘুষ নিলেন সাবেক ইউপি সদস্য!
পিরোজপুরের নেছারাবাদে থানার ভারপ্রপ্ত কর্মকর্তার (ওসি) নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
ওসিকে টাকা দেওয়ার কথা বলে দোকানি বিধান মৃধার কাছ থেকে মনির হোসেনের ঘুষ নেওয়ার একটি অডিও কলরেকর্ড আজকের পত্রিকার হাতে এসেছে। ওই ভুক্তভোগী বিধান মৃধা মোবাইল ফোনেও সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।
অভিযোগে বিধান মৃধা বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে আমার বিরোধ চলতেছিল। বিষয়টি নিয়ে ভাই নেছারাবাদ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা থেকে আমাকে ডাকা হয়েছিল। পরে থানা–পুলিশের হস্তক্ষেপ এড়াতে সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনের কাছে গিয়েছিলাম। তিনি আমার সমস্যার কথা শুনে থানার ওসির নামে দশ হাজার টাকা দাবি করেন। আমি ঝামেলা এড়াতে তাঁকে দশ হাজার টাকা দেই। তবে তাঁকে টাকা দিয়েও আমার কোনো লাভ হয়নি। আমার মনে হয়, ওসি ওই টাকার ব্যাপারে কিছু জানেন না।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, ‘বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে। তা ছাড়া বিধান মৃধার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। ইচ্ছে করে তার ছেলে গুজব ছড়াতে পারে।’