বরিশাল
বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত খাজা মইনুদ্দিন মাদ্রাসার ছাদ থেকে পড়ে শেখ রাফি (১২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ রাফির মামা মনিরুল ইসলাম। তিনি বলেন- ১ মে মাদ্রাসার তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় রাফি। প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাফি।
নিহতের পরিবার দাবি করেছে, মাদ্রাসার ছাদে কোনো প্রকার রেলিং বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শিশুদের অবাধে ছাদে যাওয়া বন্ধ করার মতো কোনো তদারকিও ছিল না।
মাদ্রাসার অধ্যক্ষ হালিম হুজুর বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসা নিশ্চিত করেছি এবং পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি।