বরিশাল
বরিশালে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরকারি ১৩০০ বই বিক্রি, ক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদী-রহমতপুর মহাসড়কের মীরগঞ্জ ফেরিঘাটে সরকারি নতুন ১৩০০ বইসহ ক্রেতাকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তারা।
শুক্রবার বিকেল ৩টার দিকে বরিশাল জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০২৫ সালের বইসহ ক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তির নাম আব্দুর রহমান কাজী। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের বালীগ্রামের আলী আকবর কাজীর ছেলে। সে মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে বইগুলো কিনেছেন বলে দাবি করেছেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে দুজন ক্রেতা মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের রেইন্ট্রিতলা এলাকার বইয়ের গুদাম থেকে বাসে নতুন বই তোলে। বন্ধের দিন বই নেওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি এনএসআই, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মুলাদী থানা পুলিশকে জানায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই বাস মীরগঞ্জ ফেরিঘাটে চলে যায়। পরে এনএসআই বরিশাল জেলা কর্মকর্তারা মীরগঞ্জ ফেরিঘাট থেকে বইসহ একজনকে আটক করে বাবুগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।
পুলিশ আরও জানায়, জব্দ করা বইগুলো মাদ্রাসার ইবতেদায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির। নতুন বইগুলো প্রকাশণীতে বিক্রির জন্য নেওয়া হচ্ছিলো। প্রকাশনী থেকে এই বই কোনো পরিবর্তন ছাড়াই সরকারের কাছে বিক্রি করা হতো।
আটক ব্যক্তি আব্দুর রহমান কাজী জানান, মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মো. শফিক মাহমুদ বইগুলো বিক্রি করেছেন। তবে শফিক মাহমুদ বই বিক্রির কথা অস্বীকার করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, শুক্রবার গুদাম থেকে কাউকে বই বিতরণ করা হয়না। নৈশপ্রহরী শফিক মাহমুদ দুই দিনের ছুটিতে রয়েছেন। কিভাবে গুদাম থেকে বই বের হয়েছে বিষয়টি তদন্ত করে বলা যাবে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সরকারি বইসহ ১জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।’