বরিশাল
বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক : বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা দেন।
দণ্ডিত মো. রানার (৩৪) বাড়ি বরিশাল নগরীতে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৩ সালের ২ এপ্রিল সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী বাসা থেকে বের হয়ে দোকানে আইসক্রিম কিনতে যায়। ফেরার পথে রানা তার মুখ চেপে ধরে পাশে এক পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। সেখানে কিশোরীর মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায় রানা। এ ঘটনায় ওই রাতে রানাকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়। এরপর কোতয়ালী মডেল থানার এসআই সুমন হালদার রানাকে একমাত্র আসামি করে ২০১৩ সালের ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আজ সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রানাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।