পিরোজপুর
পিরোজপুরে কাপড় ব্যবসায়ীর কান কামড়ে ছিঁড়ে নিলো দুবৃর্ত্তরা
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা চালিয়ে তার কান কামড়ে বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বাজারের শতাধিক ব্যবসায়ী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জানা গেছে, শনিবার বেলা ১১টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভান্ডারিয়া বাজারের কাপড় ব্যবসায়ী ও ভান্ডারিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দেবনাথের ওপর ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র মুন্না নিউ মার্কেট এলাকায় কয়েকজন ভাড়াটিয়া মাস্তান নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তার বাম কানের একটি অংশ কামড়ে ছিঁড়ে ফেলে। রক্তাক্ত অবস্থায় সঞ্জয় দেবনাথকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার বিকেলে বাজারের শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন- ভান্ডারিয়া বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ তালুকদার, ব্যবসায়ী আযাদ সিকদার ও সোহেল সরদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারী মানবেন্দ্র মুন্নাকে গ্রেপ্তার করতে হবে। এছাড়া তাকে ধরে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরুস্কার দেওয়া হবে।