পটুয়াখালী
পটুয়াখালীতে বসতঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী সদর উপজেলায় সরোয়ার আহমেদ তালুকদার (২৮) নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার টাউনকালিপুর ইউনিয়নের তালুকদারবাড়ির নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সরোয়ার আহমেদ কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সদর থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সরোয়ারের চাচা ইউনুছ তালুকদার (৬০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বিকেল চারটার পরে সরোয়ার মোটরসাইকেলে করে বাড়ি আসেন। এ সময় তিনি একাই ছিলেন। এরপর তাঁকে আর ঘরের বাইরে দেখা যায়নি। সন্ধ্যায় পর সরোয়ারের খোঁজে তিনি তাঁর ঘরে যান। এ সময় ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন।
সরোয়ারের ফুফাতো ভাই জুবায়ের আহমেদ (২৩) বলেন, সরোয়ার রাজনীতির পাশাপাশি একটি কোম্পানির ডিলার ছিলেন। সারা দিন ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতেন। গতকাল তাঁর ঝুলন্ত মরদেহ নিজ বসতঘরে দেখেন চাচা ইউনুছ তালুকাদার। এটি পরিকল্পিত হত্যা ছাড়া কিছুই নয়।
সরোয়ার আহমেদের বাবা ১৫ বছরে আগে মারা গেছেন জানিয়ে তাঁর প্রতিবেশী নয়ন মৃধা বলেন, সরোয়ারের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। এক ছোট ভাই ও মাকে নিয়ে তাঁর সংসার। গতকাল সরোয়ারের মা নানাবাড়িতে যান। ওই ঘটনার সময় ঘরে অন্য কেউ ছিলেন না। সরোয়ারের সঙ্গে ইতিমধ্যে কারও বিরোধ হয়নি বলে তিনি জানান।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যা দাবির বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্ত সম্পন্ন এবং নিবিড় তদন্ত ছাড়া আপাতত হত্যা হয়েছে বলার সুযোগ নেই। সে রকম কিছু পেলে অবশ্যই আমলে নেওয়া হবে।