বরিশাল
বরিশালে চালানোর কথা বলে ব্যবসায়ীর মোটরসাইকেল চু..রি
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে টিভিএস কোম্পানীর রাইডার ১২৫ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর ৬ নং ওয়ার্ডস্থ গগন গলি এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
এই ঘটনায় মোটরসাইকেলের মালিক কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মোটরসাইকেলের মালিক রিয়াদ জানান, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি পূর্বে সাতক্ষীরা সদরের মুনজিতপুরের মোঃ ইহসানুর রহমানের ছেলে সাকিব মাহমুদের (২৪) সাথে একই স্থানে চাকুরী করতেন। সেই সুবাধে সাকিবের সাথে রিয়াদের পরিচয় হয় এবং ভালো সম্পর্ক গড়ে ওঠে। পরে সে চাকুরী ছেড়ে চলে যায় এবং রিয়াদ ব্যবসা শুরু করেন। এরপরে সে মাঝে মধ্যে বরিশালে এসে রিয়াদের সাথে যোগাযোগ করতো। এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ৭ টার দিকে সাকিব মিষ্টি নিয়ে রিয়াদের বাসায় এসে জানায় সে ওয়ালটন কোম্পানীর খুলনা ও বরিশালের মনিটর হিসাবে পদন্নতি পেয়েছে। এ সময় তাদের মধ্যে কথাবার্তা হয়। কথা বর্তার একপর্যায়ে তারা চা খাওয়ার নিচে যান। রাত ৮ টার দিকে সাকিব রিয়াদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি নিয়ে চালানোর জন্য গেলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সে ফিরে আসেনি। তার ব্যবহৃত টিভিএস কোম্পানীর রাইডার ১২৫ সিসি কালো রংয়ের মটরসাইকেলটির মূল্য ১ লক্ষ্য ৭০ হাজার টাকা। পরে অনেক খোঁজাখুঁজি করে তার মটরসাইকেলের কোন সন্ধান পাওয়া যায়নি। রিয়াদ চলতি বছরের ১৭ নভেম্বর মোটরসাইকেল ক্রয় করেন এবং গাড়ীর কাগজপত্র গাড়ীর মধ্যে রয়েছে বলে জানান।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মোটরসাইকেল চুরির একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।