গৌরনদী
বরিশালে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, পরিচালকের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে মাদরাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মহিলা মাদরাসার পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই মাদরাসার পরিচালক এলাকা থেকে আত্মগোপন করেছেন।
উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের এ ঘটনা ঘটে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর ভাই অভিযোগ করে বলেন, তার বোন (১৩) বোরাদী গরঙ্গল গ্রামের ফজিলাতুন নেছা মহিলা তালীম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী। গত শুক্রবার (১১ এপ্রিল) মাদরাসার পরিচালক সাইফুল ইসলাম তার বোনকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এরপর ভয়ে তার বোন মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। বোনের কাছে মাদরাসায় না যাওয়ার কারন জানতে চাইলে ১৫ এপ্রিল বিষয়টি তাকে জানায়। এ ঘটনায় ওইদিনই তার চাচা খলিলুর রহমান বাদী হয়ে মাদরাসার পরিচালক সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
একই মামলায় ধর্ষণ চেষ্টার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় সাইফুলের স্ত্রীকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মাদরাসার পরিচালক সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।