সারাদেশ
পুলিশ ফাঁড়িতে বিএনপির হামলা, লাইভে কাঁদলেন কেন্দ্রীয় সমন্বয়ক
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়ে পুলিশ ফাঁড়ি থেকে ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান খান বাবু। লাইভে তাকে কাঁদতেও দেখা যায়।
বাবু অভিযোগ করেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ফাঁড়ির ভেতরে, পুলিশের সামনেই তাকে মারধর করা হয়েছে। এই হামলার নেতৃত্ব দিয়েছেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
ভুক্তভোগী মেহেদী হাসান খান বাবু গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ছাত্র অধিকার পরিষদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে বাবু বলেন, ‘আমি এখন শাহাপুর ক্যাম্পে। পুলিশের সামনেই আমাকে মারধর করা হয়েছে।
এসআই-এর সামনে এই ঘটনা ঘটেছে। গড়াইটুপি ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা এতে অংশ নেয়। নেতৃত্ব দেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।’ পরবর্তীতে আরেকটি লাইভে কান্নাজড়িত কণ্ঠে বাবু বলেন, ‘অনেকে ফোন দিচ্ছেন, আমি ধরতে পারছি না। এখনো ক্যাম্পেই আছি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার ওপর হামলা করা হয়েছে। আমি যদি কিছু হয়ে যাই, যে কয়জনের নাম বলেছি, তাদেরই দায়ী করতে হবে।’
এ বিষয়ে শাহাপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন বলেন, ‘জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। বিষয়টি মীমাংসাও হয়েছে। তবে চলে যাওয়ার সময় কয়েকজন তাকে চড়থাপ্পড় মারে।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাস বলেন, ‘ক্যাম্পের আইসি বিষয়টি মীমাংসা করে বাবুকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’ অন্যদিকে, অভিযুক্ত গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।