গৌরনদী
বরিশালে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় ঠিকাদারকে পুলিশে দিল তৌহিদী জনতা
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে মিলন খান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়ে তৌহিদী জনতা।
আটক মিলন উপজেলার বাসুদেবপাড়া গ্রামের মৃত লাল মিয়া খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর ঠিকাদার।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় তৌহিদী জনতা মিলন খানকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সোমবার দিবাগত রাতে থানা কম্পাউন্ডে বসে পুলিশের দেওয়া হ্যান্ড মাইকে আটক মিলন খান নিজের ভুল স্বীকার করে বলেন, ফিলিস্তিনের গণহত্যার একটি ভিডিও দেখে সে নিজেকে সামাল দিতে না পেরে বিশ্বনবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।