ভোলা
ভোলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. শহিদ (৮) ও মো. জুনায়েদ (৭) নামের দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শহিদ উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা গ্রামের মো. আনাসের ছেলে ও জুনায়েদ একই এলাকার মো. রাকিবের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে যায় ওই দুই শিশু। এর কিছুক্ষণ পর ওই বাড়ির মনির নামে এক যুবক পুকুরে গোসল করতে গিয়ে প্রথমে এক শিশুকে ডুবন্ত অবস্থায় দেখে উদ্ধার করেন। পরে তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুকুর থেকে অপর শিশুকেও উদ্ধার করে। এরপর তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘একই সঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’