বরিশাল
হিজলায় অভয়াশ্রম অভিয়ানে মেঘনায় ৭ জেলে আটক
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভয়াশ্রমে অভিযানে ৭ জন জেলেকে আটক করা হয়েছে।আটককৃত জেলেদেরকে ৬ টি মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও প্রায় ৮৫ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল ও ১৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উদ্ধারকৃত ২১ কেজি জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ এতিম খানায় বিতরণ করা হয়।
জানাযায় গত ২ রা মার্চ হতে মেঘনা নদীতে ২ মাসের অভয়াশ্রম ঘোষনা করছেন সরকার। সরকারের নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দুপুর থেকে অভিযান পরিচালনা করেন।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান গতকাল অভিযানে যেসকল নৌকা অবৈধভাবে মাছ শিকারের নদীতে পাওয়া গেছে তাদের নৌকা বিনষ্ট করা হয়েছে। অবৈধ উদ্ধারকৃত কারেন্ট ও চরঘেরা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।আমাদের অভিযান অব্যাহত আছে।