পিরোজপুর
পিরোজপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা দুই শিক্ষার্থীর কারাদণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসায় দুই শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে মঠবাড়িয়া খাস মহল লতীফ ইনস্টিটিউশনে ভূগোল পরীক্ষায় প্রক্সি দেয়ায় তাদের বহিস্কার ও সাজা দেন আদালত।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই শিক্ষার্থীকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পার্শবর্তী উপজেলা ভাণ্ডারিয়ার পশারীবুনিয়া গ্রামের আব্দূল বারেক খানের ছেলে মোঃ ইয়াছিন (২৪ ) এবং রাজপাশা গ্রামের জাহিদ হাসানের ছেলে সাদ্দাম হোসেন রনি (২৫)।
পরীক্ষা কেন্দ্র একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম জানান, পার্শবর্তী ভাণ্ডারিয়া থানার মজিদা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষার্থী সাদ্দাম হোসেন রনির ভূগোল পরীক্ষায় অংশ না নিয়ে তার স্থানে মোঃ ইয়াসিন প্রক্সি দিতে আসে। শিক্ষার্থী আইডি কার্ড চ্যালেঞ্জ করলে তাদের দোষ স্বীকার করেন। পরে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই শিক্ষার্থীকে জরিমানা করেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান, দুই শিক্ষার্থীই এসএসসি পরীক্ষার্থী। রনির আজ পরীক্ষা না থাকায় ইয়াসিনের হয়ে প্রক্তি দিতে আসে। আদালতে উভয় তাদের দোষ স্বীকার করায় প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।