বরিশাল
বরিশালে আওয়ামী লীগ নেতা টিপু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে মামলার পলাতক আসামি টিপু সুলতানকে ওইদিন দুপুরে ঠাকুরমল্লিক গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত টিপু সুলতান বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ঠাকুরমল্লিক গ্রামের বাসিন্দা আব্দুল মালেক মাস্টারের ছেলে।
সূত্রমতে, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৩২০ নাম্বার আসামি টিপু সুলতান।