পটুয়াখালী
বাউফলে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিককে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন
পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের তথ্য ও বাস্তব চিত্র সংগ্রহে গেলে পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকে মো. হুমায়ুন কবির সোহাগ কতৃক বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটে কালাইয়া বাউফল সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমানের সভাপতিত্বে বাউফলে কর্মরত সকল সাংবাদিকগন উপস্থিত থেকে এর প্রতিবাদ জানান।
ওই সময় বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক ,মানবকন্ঠ ও চ্যানেল এস টেলিভিশনের বাউফল প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন,বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের বাউফল প্রতিনিধি জিএম মশিউর রহমান মিলন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক, মানবজমিনের তোফাজ্জেল হোসেন, এবিএম মিজানুর রহমান ও সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম নাজিমউদ্দিন, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সবুজ সরকার, মো. মহসিন, আবুবক্কর মিল্টন, ফয়সাল মোল্লা, রাসিদুল ইসলাম ইজাজ, নুরুল আমিন আজাদি, শফিকুল ইসলাম মিঠু, আবু রায়হান, মো. সোহেল ও মো হাফিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা। এসময় বক্তারা বলেন, ৫আগস্টের পর দেশ বৈষম্য মুক্ত হয়েছে।
কিন্তু সাংবাদ কর্মীরা এখন নিরাপদ নয়। একজন বিএনপি নেতার কাছে এধরনের আচারণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। বিএনপি নামধারী ওই নেতার স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা।