বরিশাল
বরিশালে গণধোলাই খেয়ে দৌড়ে পালালো আওয়ামী লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল শহরের মজিবর সিকদার নামে এক আওয়ামী লীগ নেতা গণধোলাইয়ের শিকার হয়েছেন। এ সময় প্রাণে বাঁচতে দৌড়ে পালিয়েছেন ওই আওয়ামী লীগের নেতা। আজ বুধবার রাত পৌণে আটটার দিকে শহরের উত্তর আমানতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তামিম মাহমুদ বলেন, আওয়ামী লীগের দোসর মজিবর সিকদার ওরফে ঝাটকাখোর মজিবর দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলো। আজ রাতে মজিবরের উপস্থিতি টের পেয়ে এলাকার লোকজন তাকে গণধোলাইয় দেয়। একপর্যায়ে মজিবর দৌড়ে পালিয়ে যায়।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তামিম মাহমুদ আরও বলেন, মজিবর বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলার আসামি। এমনকি জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারী। মহানগর আওয়ামী লীগের নেতা নিরব হোসেন টুটুলের ঘনিষ্ঠ সহচর সে।
স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম বলেন, মজিবর আওয়ামী লীগের দোসর। সে আমার জমি জোরপূর্বক দখল করে এক জমির দালালের কাছে বিক্রি করে দিয়েছে। আমি এখন নিঃস্ব।
মরিয়ম বেগম বলেন, কতিপয় পুলিশ সদস্যকে টাকার বিনিময়ে ম্যানেজ করে মজিবরের মতো আওয়ামী লীগের দোসররা এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ তাদেরকে ধরছে না।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি (অপারেশন) সুমন কুমার আইস বলেন- বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।