কলাপাড়া
পটুয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের প্যাদারহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাসিন্দা।
জানা যায়, জাহাঙ্গীর প্যাদার হাটবাজার থেকে চাল কিনে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হঠাৎ অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার পরিদর্শক জুয়েল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’