কাউখালী
পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই, ২০ লক্ষ টাকার ক্ষতি
পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের ওয়ারিদ টাওয়ার সংলগ্ন উজিয়ালখান এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদারের ভাড়াটিয়া দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এ সময় দুইটি ঘরের চারটি ভাড়াটিয়া পরিবারের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, নগদ অর্থ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সকল প্রকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল বিমল পাটিগর, সঞ্জয় পাটিগর, উত্তম দাস, গৌতম দাস।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় ওই ঘরের লোকজন অন্য বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। ঘর তালাবদ্ধ ছিল। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সঠিকভাবে তার তথ্য এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশে পানির ব্যবস্থা না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বিলম্ব হয়।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ খলিলুর রহমান জানান- মোবাইলে মাধ্যমে সংবাদ পেয়ে আমরা এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।
বাড়ির মালিক রাকিব তালুকদার জানান, তার দুটি ঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেছে এবং ভাড়াটিয়া পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক সব মিলিয়ে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।