বরিশাল
গর্ভাবস্থায় স্ট্রোক করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : গর্ভাবস্থায় স্ট্রোক করে হাসপি ইসলাম মনি নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে স্ট্রোক করে হাসপাতালে মারা যান ৯ মাসের অন্ত:সত্তা হাসপি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রয়। উন্মেষ রয় বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিকভাবে এ বিষয়গুলি জানতে পেরেছি। আমরা বাংলা বিভাগ তার রুহের মাগফিরাত কামনা করছি। জানা গেছে, হাসপি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তিনি বরগুনা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বরগুনা সরকারি মহিলা কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন।এদিকে হাসপির মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন এক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।