কলাপাড়া
কলাপাড়ায় নিখোঁজ ৩ সন্তানের জননী, স্বামী-দেবরসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক : তিন আগে নিখোঁজ হন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম চাকামইয়া গ্রামের গৃহবধূ আখি আক্তার (৩৫)। এ ঘটনায় হয়েছে মামলা হয়েছে। সেই মামলায় নিখোঁজ গৃহবধূর স্বামী, দেবর, ননদসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গত ১ এপ্রিল রাতে তিন সন্তানের জননী গৃহবধূ আখি নিখোঁজ হয়। আখির স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত ১ এপ্রিল তাদের বাড়িতে মেহমান ছিল। সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। মেহমান বেশি থাকায় স্বামী আলমগীর সিকদার দুই সন্তানকে নিয়ে ভাইয়ের ঘরে ঘুমান।
আখি তার ননদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ননদ জেগে তাকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করলে পরিবারের বাকি সদস্যরা ছুটে আসেন। তারা এসে দেখেন ঘরের পেছনের দরজা খোলা। মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্ত পড়ে আছে।
এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর ছেলে আসাদুল সিকদার জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। কলাপাড়া থানার এসআই মো. জাহিদ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’