সারাদেশ
ঈদের দিন ঘুরতে বের হয়ে প্রাণ গেল যুবকের, দুই বন্ধু হাসপাতালে
ফেনীতে ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিবুল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে মোটরসাইকেলে থাকা অন্য দুই বন্ধুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানি গ্রামের ইউসুফের ছেলে রায়হান (২২) ও একই গ্রামের বেলালের ছেলে শাকিল আহমেদ (২৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লেমুয়া ব্রিজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিবুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বরূপ দাশ বলেন, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।