জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টার সই জাল করে চাকরির জন্য টাকা নিতেন জাফর
স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর ও সিল জালিয়াতিসহ অন্যান্য জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত আসামি জাফর ইকবালকে (৪৬) গ্রেফতার করেছে র্যাব। জাফর প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।
এসময় তার কাছ থেকে ব্যবহৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভুয়া স্বাক্ষরিত বিভিন্ন নথিপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সিল, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জামাদি।
শনিবার (২৯ মার্চ) র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রতারক জাফর ইকবাল স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয়ে অফিসিয়াল স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে চাকরি ও পদোন্নতি প্রদান, বদলি সংক্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশুসহ অন্যান্য দ্রব্যসামগ্রী আমদানির জন্য অনুমতি প্রদান সংক্রান্ত দালালি কার্যক্রম করে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে গ্রেফতার জাফর জানান, উচ্চাভিলাষী জীবনযাপন করার উদ্দেশ্যে প্রতারণার কাজ বেছে নেন তিনি। দীর্ঘদিন ধরে এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গ্রেফতার জাফর ইকবাল বিভিন্ন এলাকার চাকরি প্রত্যাশীদের বলতেন, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।
গ্রেফতার জাফর ইকবাল মূলত মিথ্যা তথ্যের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে এক ব্যবসায়ীকে সীমান্ত এলাকায় গবাদী পশুর বিট/খাটাল স্থাপনের/গবাদি পশু আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করেন।