বরিশাল
বরিশালে যানজট নিরসনে কাজ করছে নিসচা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যানজট নিরসন ও ভোগান্তি মুক্ত ঈদবযাত্রা নিশ্চিত করতে কাজ করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে দেশের ৬৪ জেলাসহ বিভিন্ন উপজেলায় করছে সড়ক যোদ্ধারা।
প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদের আগে ৩ দিন এবং ছুটি শেষে ৩ দিনসহ মোট ৬ দিন সড়কের শৃঙ্খলা রক্ষার কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২৯ মার্চ রোজ শনিবার বরিশাল নগরীর সদর রোড ও ফলপট্টি এলাকায় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর নেতৃত্বে কাজ করছে ৪ জনের একটি টিম।
এ বিষয় জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ঈদের আগে ৩ দিন ৩ জন টিম লিডারের নেতৃত্ব কাজ করবো। আজ ২য় দিনে আমার নেতৃত্বে সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, যুব বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান দিপু, নারী বিষয়ক সম্পাদিকা জিন্নাতুল নাজিফা ও কার্য নির্বাহী সদস্য মো: ইমরান হাসান মাইনুলসহ মোট ৪ জন সদস্য রয়েছে।
তিনি আরও বলেন, ঈদের আগে আগামীকাল অর্থাৎ ৩০ মার্চ সভাপতির নেতৃত্ব আমরা আরও ১ দিন রাস্তায় থাকবো। এরপর ছুটি শেষে একটানা আবার ৩ দিন কাজ করবো। ঈদ ঘরমুখো যাত্রী, চালক ও পথচারীদের প্রতি অনুরোধ দূর্ঘটনা প্রতিরোধে সবাই আইন মেনে সড়কে চলুন। “পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়” সবাইকে জানাই বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।