বরিশাল
বরিশালে সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আলমাসকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে বরিশাল নগরীর বান্দ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, আলমাস এই মামলার দুই নম্বর আসামি, তাই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিনই বরিশাল রিপোর্টার্স ইউনিটির খালিদ সাইফুল্লাহ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ১৩ জনকে নামধারি এবং ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নগরের কোর্ট কম্পাউন্ডের সামনে সাংবাদিকদের ওপর হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় আসামি আলমাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ২০-২৫ জন হামলাকারী স্থানীয় দৈনিকের সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা চালায়। তাদের মারধর করা হয়, ক্যামেরা ও দুটি মোবাইল ভাংচুর করা হয় এবং নগদ টাকা লুটে নেয় হামলাকারীরা। এ ছাড়া, আদালতের প্রধান গেটের সামনে সাংবাদিকদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে মহানগর বিএনপি, জেলা বিএনপি (দক্ষিণ), বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন।