বরিশাল
বরিশালে নার্সিং কলেজের ছাত্রীর আত্মহত্যা
বরিশাল নগরীতে বেসরকারী নার্সিং কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার রাত সারে আটটার দিকে কলেজের ছাত্রী নিবাস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে পুলিশ ও শিক্ষক জানিয়েছেন।
আত্মহননকারী ছাত্রী হলো লামিয়া আক্তার সায়েমা (২২)। সে নগরীর সিএন্ডবি রোডের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ডিপ্লোমা তৃতীয় বর্ষের ছাত্রী। সায়েমা বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রামের শাজাহান মোল্লার কন্যা।
ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষক সুদীপ কুমার নাথ জানান, শারীরিক অসুস্থতার কারনে সায়েমা সহপাঠিদের সাথে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি করতে যায়নি। সে সিএন্ডবি রোড এলাকার মো. সুলতানের ভবনের তিন তলার ছাত্রী নিবাসে ছিলো। সায়েমা নিজ কক্ষে একাই ছিলো। রাত সারে আটটার দিকে সহপাঠিরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় পেয়ে ডাকচিৎকার দেয়। তখন তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন।
শিক্ষক সুদীপ জানান, আত্মহত্যার কারন জানি না। পরিবারকে খবর দেয়া হয়েছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মাইনুল জানান, হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করার পর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
ডিডাব্লিউএফ নার্সিং কলেজে গত কয়েকমাস আগেও এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে সহপাঠীদের সহযোগীতা বেঁচে যায় ঐ ছাত্রী।
এস এন পলাশ
বরিশাল
০১৭১৩৯৬৩৬২৯