খেলাধুলা
তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব
একটা সময় তারা ছিলেন প্রাণের বন্ধু। বেশিরভাগ সময় একসঙ্গেই দেখা যেতো সাকিব আল হাসান আর তামিম ইকবালকে। সময়ের প্রবাহতায় এক সময় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তার পর থেকে দীর্ঘদিন একে অপরকে এড়িয়ে চলছেন তারা।
তবে মানসিক দূরত্ব যতই থাকুক, এক সময়ের বন্ধুর কঠিন সময়ে ঠিকই মন খারাপ হচ্ছে সাকিব আল হাসানের। আজ ছিল সাকিবের জন্মদিন। ৩৮ পেরোনো সাকিব ক্রিকেট বিষয়ক এক সংবাদমাধ্যমের সঙ্গে ভিডিওকলে আলাপের সময় তামিমের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।
সাকিব বলেন, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্যও। কঠিন সময়টা যেন পার হয়ে যেতে পারে।’
এর আগে সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার খেলা চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টস করে এসে দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।
শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। নেয়া হয় স্থানীয় কেপিজে (সাবেক ফজিলাতুন্নেছা) হাসপাতালে। সেখানে তাৎক্ষণিক তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
একই সঙ্গে হেলিকপ্টারও ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি।
অবস্থা সংকটাপন্ন হওয়ায় কেপিজে হাসপাতালের সিসিইউতে নেয়া হয় তামিমকে। এরপর রাখা হয় লাইফ সাপোর্টে। এরপর হার্টে রিং পরানো হয়। দীর্ঘ চিকিৎসার পর জ্ঞান ফেরে তামিমের। পরে পরিবারের সঙ্গে কথাও বলেছেন।