পিরোজপুর
পিরোজপুরে চাঁদাবাজির মামলায় এনসিপির প্রতিনিধি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি, টাকা ছিনতাই ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে জেলা শহরের কাপুড়িয়া পট্টি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত দুজন হলেন পিরোজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তাঁর সহযোগী মিলন শিকদার। মুসাব্বির সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের এবং মিলন উত্তর নামাজপুর গ্রামের বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মডেল মসজিদে হামলার অভিযোগ গতকাল শুক্রবার রাতে হওয়া মামলায় মুসাব্বির ও তাঁর সহযোগী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ, শুক্রবার দুপুরে সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদে মুসাব্বিরসহ ২৫-৩০ জনের একটি দল হামলা করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় হামলার শিকার প্রকল্প ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে রাতে সদর থানায় মামলা করেন।