উজিরপুর
উজিরপুরে ধ’র্ষ’ণ মামলা তুলে না নিলে প্রবাসীর স্ত্রীকে হ’ত্যা করে লা’শ গু’মের হু’ম’কি
বরিশাল জেলার উজিরপুরে ধর্ষণের ঘটনায় মামলা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে ধর্ষক যুবলীগ নেতা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনা ঘটেছে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর সাকরাল গ্রামে। ধর্ষণের ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ধর্ষক ইউনুস হাওলাদার ওরফে বাবুর বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দায়ের করেন।
উল্লেখ্য- সাকরাল গ্রামের আমজেত আলী হাওলাদারের ছেলে যুবলীগ নেতা মোঃ ইউনুস হাওলাদার ওরফে বাবু (৩০) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে এক বছর ধরে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য যুবলীগ নেতা লম্পট ইউনুস হাওলাদার (বাবু) বাদী হয়ে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
প্রবাসীর স্ত্রী সাংবাদিকদের জানান, আমার স্বামী ৯ বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। এ সুযোগে আওয়ামী লীগের দাপট ও তার বাবা মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে লম্পট ইউনুস হাওলাদার (বাবু) বসতঘরে ঢুকে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমাকে জোরপূর্বক বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছে। লোকলজ্জা ও লম্পট বাবুর ভয়ে কাউকে কিছু বলিনি। কোন উপায়ন্তর না পেয়ে ওই লম্পট ইউনুস হাওলাদার বাবুর বিরুদ্ধে ২০২৪ সালের ২ জানুয়ারি বরিশাল আদালতে মামলা দায়ের করি। এরপর থেকে আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেয় এবং মামলা তুলে না নিলে পরবর্তীতে লম্পট ইউনুস হাওলাদার বাবু ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা আমজেদ হাওলাদার এবং ভাই ইদ্রিস হাওলাদার মিলে আমাকে হত্যা করে লাশ গুম করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।
নাম প্রকাশ্যে এলাকার একাধিক ব্যাক্তি জানিয়েছেন- যুবলীগ নেতা ইউনুস হাওলাদার বাবু তার বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় সে দাপট দেখিয়ে এলাকায় বিভিন্ন কূকর্মের সাথে জড়িয়ে পড়েছে। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ধর্ষণসহ সমাজে সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো।
অভিযুক্ত ইউনুস হাওলাদার বাবু বিষয়টি এড়িয়ে যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- বিষয়টি জানা নেই, আদালতে মামলা অনুযায়ী কোন নির্দেশনা পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ওই লম্পটকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।