বোরহানউদ্দিন
আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন- ইউএনও রায়হান উজ্জামান
গত (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১:৩০ মিনিটে বোরহানউদ্দিন উপজেলাধীন ৬নং হাসাননগর ইউনিয়নের অন্তর্গত ২নং ওয়ার্ড চেয়ারম্যান বাজার মাছ ঘাট সংলগ্ন মাছের আড়তে (দোকান) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বর্ণিত প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে:মোঃ সিহাদ আবুল কালাম মাছের আড়ৎ ৭,০০,০০০/- সম্পূর্ণ পুড়ে গিয়েছে মোঃ এমদাদ চৌধুরী সামছল হক চৌধুরী ৬,০০,০০০/- মোঃ কবির ব্যাপারী মোঃ এরশাদ ৩,০০,০০০/- মোঃ নুরে আলম খোরশেদ আলম ২,০০,০০০/- আংশিক পুড়ে গেছে
স্থানীয়রা জানান, রাতে আগুন দেখে সবাই ডাক-চিৎকার দিয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে যায়।
যতক্ষণে স্থানীয়রা ঘটনা স্থলে পৌঁছায় ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ৩টি মৎস্য আড়তে থাকা জাল, মাছ, নগদ অর্থ, কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের স্থল বেড়িবাঁধের পাশে দুর্গম স্থানে হওয়ায় ফায়াস সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। তবে স্থানীয় জনগণের সমন্বিত চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কোনো ধারনা পাওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারনা করছেন। এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান -:উজ্জামান এর নিকট আবেদনের পরিপ্রেক্ষিতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং ঢেউটিন প্রদান করা হবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো কে আশ্বস্ত করা হয়।