উজিরপুর
উজিরপুরে হত্যার উদ্দেশ্যে জামায়েত নেতার উপর সন্ত্রাসী হামলা
বরিশাল জেলার উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জামায়াতে ইসলামীর নেতাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও আহত সূত্রে জানা যায়- গত শুক্রবার সকাল ১০ টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী মোঃ আল আমিন ফকিরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে বসতবাড়িতে ঢুকে প্রকাশ্যে অতর্কিত হামলা চালায় একই এলাকার প্রতিপক্ষ জাহাঙ্গীর ফকির, ইমন ফকির,পপি বেগম, সাউদা আক্তার। এ সময় ডাকচিৎকার করলে স্থানীয়রা আল আমিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এছাড়া বাধা দিলে আল আমিনের বাবা-মাকেও পিটিয়ে আহত করেছে ওই সন্ত্রাসীরা।
প্রথমে আল আমিনের মাকে গালিগালাজ করে জাহাঙ্গীর। এর প্রতিবাদ করায় আল আমিনের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা।
এ ব্যপারে আহত আল আমিন ফকির সাংবাদিকদের জানান- জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই ভূমিদস্যু সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালায়। এমনকি আমার গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায় ওই সন্ত্রাসীরা। অল্পের জন্যে আমি প্রানে বেঁচে যাই। হামলা থেকে রেহাই পাননি আমার বাবা-মা।
অভিযুক্ত জাহাঙ্গীরের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহতের পরিবার।