চরফ্যাশন
চরফ্যাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ভোলার চরফ্যাসনে ১০৫ পিস ইয়াবাসহ মো. হাসনাইন ওরফে হাসান পাটোয়ারী (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ফ্যাসন গ্রামের সড়কের ওপর মাদক বেঁচা-বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসান চরফ্যাসনের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. হোসেন পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবক হাসান একজন চিহিৃত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রোববার হাসান পৌর সভার ৯নং ওয়ার্ডের তার বাড়ি সংলগ্ন এলাকায় মাদক বেঁচা-বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার চরফ্যাসন সার্কেল মো. মেহেদী হাসানের দিক নির্দেশনায় ও চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদারের সার্বিক সহযোগিতায় চরফ্যাসন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, মাদকসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকসহ তাকে গ্রেপ্তার করে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।